“Be yourself; everyone else is already taken.”

— ― Oscar Wilde

বিদায় নিও না হায়

শিল্পী : সতীনাথ মুখোপাধ্যায়
সুর : সতীনাথ মুখোপাধ্যায়
বিদায় নিও না হায়
দীপ নিভে যায় দেখো
প্রহর গুনে …
তবে শেষ কথা যাও শুনে
কোনদিন আর যদি
আমারে না চাও।
নদী চিরদিনই ভাঙে তার কুল জানি।
আলেয়ার ভালবাসা ভুল।
তবু তোমায় তো হাসিমুখে দিয়েছি গো
সবটুকু মোর।
ক্ষতি নেই বিনিময়ে
ব্যথা যদি দাও তবে।
নিয়তি কি এতই পাষাণ
সে ‘তো শুধু কঁদাতেই জানে
বল ,কেমনে বোঝাই তারে
সব দিয়ে ধূপ তবু
হার নাহি মানে।
শেষ যদি হয়ে যায় গান জানি
আঁখিজলে রয় অভিমান
আমারে যে ভুলে যাবে জানি ওগো
তবু একবার
এই শেষ অনুরোধ মালাখানি নাও তবে।
Music
SONG
Biday Nio Na Hay
ARTIST
Satinath Mukherjee
ALBUM

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply