মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।

— কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম

শীতকাতুরে প্রেমপাঁচালি

Sheetkature Prempanchali ( শীতকাতুরে প্রেমপাঁচালি ) | Debdeep | Tamalika | Srimoy | Sayak | Ayan

আমি ঠিক তোমার মতই শীতকাতুরে
রাতে রোজ স্বপ্ন দেখি অদ্ভুতুড়ে
দেখি আমি তোমার লেপের অংশীদারী
কিছুতেই ছাড়ছি না তাই হচ্ছে আড়ি।

আমি তাই শীতঘুমে যাই সুযোগ পেলে
কেন ঐ ঠাণ্ডা দু’হাত বাড়িয়ে দিলে
দু’জনেই খাচ্ছি ছ্যাঁকা মিউচুয়ালি
আমাদের শীতকাতুরে প্রেমপাঁচালি।

তুমিও ঘুম ভেঙে রোজ মাংকি টুপি
সাদা লাল সোয়টারে হও ধিঙ্গি খুকি
পায়ে মোজা, পিঠে রোদের নরম তাপে
আমাদের প্রেমপিরিতি চায়ের কাপে

কুয়াশায় ঝিমিয়ে থাকে শীতের পাড়া
ফুরফুরে হিমেল হাওয়া খুব বেয়াড়া
সারাদিন পায়ের পাতাও ঠাণ্ডা থাকে
এ কঠিন সমস্যা আর বোঝাই কাকে!

হাতে হাত বনফায়ারের নরম আঁচে
জ্বরে দুই মন পুড়ে ছাই, খুব ছোঁয়াচে
দু’জনেই খাচ্ছি ছ্যাঁকা মিউচুয়ালি
আমাদের শীতকাতুরে প্রেমপাঁচালি

Sheetkature Prempanchali ( শীতকাতুরে প্রেমপাঁচালি ) | Debdeep | Tamalika | Srimoy | Sayak | Ayan

Vocals & Music Production : Debdeep

Composition : Tamalika

Lyrics : Srimoy

Guitars : Sabyasachi

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply