To live a pure unselfish life, one must count nothing as one’s own in the midst of abundance.

— Buddha

মন মেতেছে মন ময়ূরীর কি খেলায়

মন মেতেছে মন ময়ূরীর কি খেলায়
নাম না জানা ফুল ফোটানোর এই বেলায়

কি জানি কার স্বপ্নে আমার,
অন্তরে কে ডাকলো আবার
পড়বে চলার চিহ্ন যে তার আমারই পাশে
রইবে ঘাসে ঘাসে, যে জন ভালোবাসে
এমনি করেই আসে প্রানের মেলায়।
মন মেতেছে মন ময়ূরীর কি খেলায়
নাম না জানা ফুল ফোটানোর এই বেলায়।

আহা রে ওই মেঘের বাহার
উধাও পাখি মন আমার

কে অজানা কে অচেনা,
আজ কিছুতেই যায়না চেনা
হয়তো এমন ভোর হবে না,
সেদিন আকাশে
ফুল যদি না হাসে, গন্ধ তারি ভাসে,
ঝড় হয়ে বাতাসে সবই দোলায়।
মন মেতেছে মন ময়ূরীর কি খেলায়
নাম না জানা ফুল ফোটানোর এই বেলায়।

Mon Meteche Mon Moyurir Ki Khelay
Naam na jana phul fotanor ei belay
Ki jani kar swapne amar
ontore ke daaklo abar
Porbe cholar chinho je tar amari pashe
Roibe ghase ghase je jon valobashe
Emni kore ashe praner melay
Mon Meteche Mon Mayurir Ki Khelay

Aha re oi megher bahar Udhao pakhi mon amar
Ke ojana Ke ochena Aaj kichutei jay na chena
Hoy to emon bhor hobe na sedin akashe
Phul jodi na haase gondho tari vashe
Jhor hoye batashe shobi dolay

Mon Metechhe Mon Moyurir Ki Khelay Lyrics by Asha Bhosle

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply