Give, even if you only have a little.

— Buddha

আকাশের হাতে আছে এক রাশ নীল

আকাশের হাতে আছে এক রাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গায়ে জ্বলে জোনাকী
তটিনীর বুকে মৃদু ছন্দ।।
আমার এ দু’হাত শুধু রিক্ত
আমার এ দু’চোখ জলে সিক্ত।
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ
আমার এ দুয়ার হলো বন্ধ।।
ভেবে তো পাইনি আমি
কি হলো আমার।
লজ্জা প্রহরে কেন
খোলে নাকো দ্বার।
জানি না কেমন করে বলব
খেয়ালে কতই ভেসে চলব।
বলি বলি করে তবু বলা হলো না।
জানি না কিসে এতো দ্বন্দ্ব।।

শিরোনাম: আকাশের হাতে আছে
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
সুরকার: সত্য সাহা।
শিল্পী: আঞ্জুমান আরা বেগম ও বশীর আহমেদ
ছবি: আয়না ও অবশিষ্ট
Title: Akasher Hate Achhe ak
Lyrics: Gazi Mazharul Anwar
Tuner: Sotto Shaha
Singer: Anjuman Ara Begum & Bashir Ahmed
Film: Ayna & Oboshisto

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply