To live is the rarest thing in the world. Most people exist, that is all.

— Oscar Wilde

সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে

সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে
দখিনা পবনেতে অন্ধ আবেগে
থাকে না মন ঘরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে..
বারে বারে যেন আসি ফিরে এমন দেশে
উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে,
বারে বারে যেন আসি ফিরে এমন দেশে
উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে,
ভালোবাসা কত আশা, ছড়ানো এ বাতাসে
স্বপ্নমাখা মেঘের নকশা, ছড়ানো এ আকাশে,
স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ
এ কথা জানায় বারে বারে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে..
আজ নতুন সাজে এলো যে বৈশাখী এ রাত
হাতে’তে যেন থাকে ও সুজন তোমারই হাত,
ও আজ নতুন সাজে এলো যে বৈশাখী এ রাত
হাতে’তে যেন থাকে ও সুজন তোমারই হাত,
উষ্ণ মরুর শুকনো বুকে, আঁকে বাতাস ছবি
দিবারাত্রি যেন কাব্য, লিখে যায় কোন সে কবি
স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ
এ কথা জানায় বারে বারে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
দখিনা পবনেতে অন্ধ আবেগে
থাকে না মন ঘরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে।
Sonali Prantore || সোনালি প্রান্তরে || Ferdous || Priyanka || Nachiketa Chakraborty | Hothat Brishti
Song: Sonali Prantore
Singer: Nachiketa Chakraborty
Lyrics: Nachiketa Chakraborty
Tune: Nachiketa Chakraborty
Music : Nachiketa Chakraborty
Movie: Hotath Bristy

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply