ফাগুনের রঙে রেঙেছো তুমি, না বলা কথা আজ বলবো আমিঃ হৃদয়ের ডাক শুনবে কি তুমি?

— – সংগৃহীত

যুগান্তর পথ

তোমার কুয়ো থেকে দুঃখ তুলে নিচ্ছি

আমার ভাবনার রশি দীর্ঘ ঝুলে নামছে

কুয়োর পাতালে

একাকী লণ্ঠন জ্বেলে আকাশরঞ্জিনী পতঙ্গদের

                                                  ডাকছি 

ডানা পুড়িয়ে যাক তারা

মৃত্যুর কি ভাষা আছে ?

ভাষাহীন মরে যাওয়াগুলি আমার সন্তান

নিষিদ্ধ প্রান্তরে তাদের কবর দিই আমি

আর মধ্যরাতে কবর থেকে তুলে

                            তাদের প্রাণ ফিরিয়ে দিই 

বাঁচা – মরার ভেতর দিয়েই যুগান্তরের পথ

দাঁড়ি – কমাবিহীন বয়ে যেতে থাকে অনিঃশেষ

Writer: তৈমুর খান 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply