তোমাকে ভুলতে চেয়ে তাই আরো বেশি ভালোবেসে ফেলি,
তোমাকে ঠেলতে গিয়ে দূরে
আরো কাছে টেনে নেই
যতোই তোমার কাছ
থেকে আমি দূরে যেতে চাই
ততো মিশে যাই নিঃশ্বাসে প্রশ্বাসে

— মহাদেব সাহা

বেসেছি ভালো শুধু তোমাকে

তোমারি আঁখির মত আকাশের দুটি তারা

সোনার চুড়ি নয়

রাত জাগা দুটি চোখ

অ্যায় মেরে বতন কে লোগোঁ

বন্ধু যখন বউ লইয়া

যে দেশেতে শহীদ মিনার

মেরা জীবন কোরা কাগ়জ় Mera Jeevan Kora Kagaz

আমার জীবন ছেঁড়া কাগজ ছেঁড়াই রয়ে গেল

আমার লাগিয়াও বন্ধু

সুরের ভুবনে আমি আজো

তুমি যে আমার চোখের আলো

একই মঞ্চে কত অভিনয়

মন মানেনা

ফুল ফুটে ঝরে যায়

বন্ধু হতে চেয়ে তোমার

দিন যায় কথা থাকে

আমার এ দুটি চোখ পাথর

যদি মানুষকে ভালোবাসতে পার

কত যে তোমাকে বেসেছি ভালো