Endurance is one of the most difficult disciplines, but it is to the one who endures that the final victory comes.

— Buddha

আমার লাগিয়াও বন্ধু

আমার লাগিয়াও বন্ধু
ছায়াছবি-বেদের মেয়ে জোছনা
কথা-তোজাম্মেল হক বুলবুল
সুর-আবু তাহের
শিল্পী-সাবিনা ইয়াসমিন,
এন্ড্রু কিশোর
আমার লাগিয়াও বন্ধু
ও বন্ধু হইলা বনবাসী
কি দিয়া ফোটাব আমি
তোমার মুখের হাসিও বন্ধু
তোমার মুখের হাসি
ও বন্ধু তোমার মুখের হাসি
ও কথা বলনা গো জোসনা
ও জোসনা আমি হইলাম দোষী
সুখের আশা দিয়া গো তোমায়
করলাম বনবাসী গো
জোসনা করলাম বনবাসী।
কি বলিলে প্রানের বন্ধু
ও বন্ধু সহেনা পরাণে
সুখে-দুঃখে থাকব আমি
তোমারি না সনে গো বন্ধু
তোমারি না সনে।
মাতা ছাড়লাম পিতা গো ছাড়লাম
ও সখি ছাড়লাম রাজ্যের আশা
সারা জীবন ভরে গো আমায়
দিও ভালবাসা গো জোসনা
দিও ভালবাসা।
কেঁদোনা কেঁদোনা গো বন্ধু
ও বন্ধু তুমি আমার স্বামী
আঁচল দিয়ে মুছবো আমি
তোমার চোখের পানি গো বন্ধু,
তোমার চোখের পানি
কেঁদোনা গো তুমি ও জোসনা
কেঁদোনা গো তুমি।।
কেঁদোনা গো তুমি ও জোসনা।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply