The way to get started is to quit talking and begin doing.

— Walt Disney

বন্ধু হতে চেয়ে তোমার

বন্ধু হতে চেয়ে তোমার
Bondhu Hote Cheye Tomar
ছায়াছবি: মাটির মানুষ
তাল: কাহারবা
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান
সুর: সত্য সাহা
সঙ্গীত: সত্য সাহা
শিল্পী: সুবীর নন্দী
বন্ধু হতে চেয়ে তোমার
শত্রু বলে গণ্য হলাম
তবু একটা কিছু হয়েছি যে
তাতেই আমি ধন্য হলাম
বন্ধু হতে চেয়ে তোমার
শত্রু বলে গন্য হলাম।
[না হয় ভেজালে না একটু হাসির বৃষ্টিতে,
আমায় দেখে জ্বাললে আগুন ঐ দৃষ্টিতে]-২
তবু অন্য হাজার জনের মাঝেই
আমি অনন্য হলাম
শত্রু বলে গণ্য হলাম
বন্ধু হতে চেয়ে তোমার
শত্রু বলে গণ্য হলাম।
[তোমার অনুরাগে নাই বা হলাম ছন্দময়,
বিরূপ মনের ভাবনা হলাম সেও মন্দ নয়]-২
আমি বৈরী হলেও দোষ কি বলো
সে তোমার জন্য হলাম
শত্রু বলে গণ্য হলাম।
বন্ধু হতে চেয়ে তোমার
শত্রু বলে গণ্য হলাম
তবু একটা কিছু হয়েছি যে
তাতেই আমি ধন্য হলাম
বন্ধু হতে চেয়ে তোমার
শত্রু বলে গণ্য হলাম।
আ আ আ আ আ
আ আ আ আ আ

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply