Do not look for a sanctuary in anyone except your self.

— Buddha

আমার এ দুটি চোখ পাথর

আমার এ দুটি চোখ পাথর
Amar E Duti Chokh Pathor
ছায়াছবি: মহানায়ক
কথা: কবি জাহিদুল হক
সুর: শেখ সাদী খান
শিল্পী: সুবীর নন্দী
হুম আ আ ও ও হো
আমার এ দু’টি চোখ
পাথর তো নয়
তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়
কখনো নদীর মত
তোমার পথের পানে
বয়ে বয়ে যায়।
আমার এ দু’টি চোখ
পাথর তো নয়
তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়
কখনো নদীর মত
তোমার পথের পানে
বয়ে বয়ে যায়।।
আমিতো বাগান নই,
তবু কেন ফোঁটে ফুল,
ফাগুনে ফিরে আসে,
ভ্রমরের মত ভুল।।
কত বরষায় আমার হৃদয়
শুধু মেঘ হয়ে যায়
মেঘ হয়ে যায়।
আমার এ দু’টি চোখ
পাথর তো নয়
তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়
কখনো নদীর মত
তোমার পথের পানে
বয়ে বয়ে যায়।
ও ও ও ও ও ও ও ও ও
ও ও ও ও ও ও ও ও ও
ও ও ও ও ও ও ও ও ও
শুনিতে চাইনা গান,
তবু সুর ফিরে আসে,
স্বপ্নের বাঁশী বাজে,
জীবনের বারো মাসে ও ও।।
কত রাত্রিতে আমার প্রদীপ শুধু
জ্বলে জ্বলে যায়।।
আমার এ দু’টি চোখ
পাথর তো নয়
তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়
কখনো নদীর মত
তোমার পথের পানে
বয়ে বয়ে যায়
বয়ে বয়ে যায়।
উম উম উম উম
উম উম উম
হো হো হো

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply