To live a pure unselfish life, one must count nothing as one’s own in the midst of abundance.

— Buddha

কত স্বপ্ন দেখেছি কত ছবি একেছি

কত স্বপ্ন দেখেছি কত ছবি একেছি,
কত গান গেয়েছি আমি তোমায় নিয়ে।
সবই তোমায় নিয়ে, সব ই তোমায় নিয়ে
কত স্বপ্ন দেখেছি কতো ছবি একেছি,
কত গান গেয়েছি আমি তোমায় নিয়ে।
সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে
তুমি আমার জীবনে ফুটা ফুল,
ভালোবেসে করেছো আকুল।
তুমি আমার জীবনে ফুটা ফুল,
ভালোবেসে করেছো আকুল।
কত পথ চলেছি, কতো সুখে ভেসেছি,
কত তরী বেয়েছি আমি তোমায় নিয়ে।
সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে
কত স্বপ্ন দেখেছি কতো ছবি একেছি,
কত গান গেয়েছি আমি তোমায় নিয়ে।
শুধু তোমার ঐ রিদয় ও ছায়ায়,
অনুরাগে ভাবে ভাসায়।
শুধু তোমার ঐ রিদয় ও ছায়ায়,
অনুরাগে ভাবে ভাসায়।
কত কাছে এসেছি কতো চেয়ে থেকেছি,
কত মগ্ন রয়েছি আমি তোমায় নিয়ে।
সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে
কত স্বপ্ন দেখেছি কতো ছবি একেছি,
কত গান গেয়েছি আমি তোমায় নিয়ে।
তুমি আমার বুকের ঝর্না হয়ে,
সব ব্যাথা দিয়েছো ধুয়ে।
তুমি আমার বুকের ঝর্না হয়ে,
সব ব্যাথা দিয়েছো ধুয়ে।
কত ভুল করেছি কতো দু:খ সয়েছি,
কত মালা গেথেছি আমি তোমায় নিয়ে।
সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে
কত স্বপ্ন দেখেছি কতো ছবি একেছি,
কত গান গেয়েছি আমি তোমায় নিয়ে।
কত স্বপ্ন দেখেছি কত ছবি এঁকেছি
অ্যালবাম: কত স্বপ্ন দেখেছি শিল্পী: পংকজ উদাস বিভাগঃ আধুনিক
সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে

koto shopno dekhechi koto chobi ekechi lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply