মানুষ যখন পথ চিনিবার জন্য চেষ্টা ও পরিশ্রম করে তখন আমি তাহাদিগকে আমার পথ চিনাইয়া থাকি৷ – পারা 21, সুরা আনকাবুত-7

— আল কোরআন

চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি

চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি
হবি যাদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরের বুকে ফুল কেন ফুটালি
আমারি সীমানায় সেতো তোর ছায়া, সেখানে করে বিচরন দুখের নিবাশ।
ও রাখিস কি খবর তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনের নীল বেদনা।
চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি?
জানিনা কোন প্রহরে হয়েছিলো যে পরিচয়,
কি পেলাম কি হারালাম সেতো এক সংশয়।
নিরবে আড়াল থেকে করেছি সব অভিনয়,
সেই তুমি হারালে ঠিকি সেকি নয় বিস্ময়।
আমারি সীমানায় সেতো তোর ছায়া, সেখানে করে বিচরন দুখের নিবাশ।
ও রাখিস কি খবর তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনের নীল বেদনা
চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি?
আড়ালে অন্তরালে বসে যতবার ভেবেছি,
শূন্যতারি হাহাকার একাকী শুনেছি।
তোমারি আঁখি পটে আকাশের নীল এঁকেছি,
সেতো বিবর্ন হবে কখনো ভাবিনি।
আমারি সীমানায় সেতো তোর ছায়া, সেখানে করে বিচরন দুখের নিবাশ।
ও রাখিস কি খবর তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনের নীল বেদনা।
চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি
হবি যাদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরের বুকে ফুল কেন ফুটালি
আমারি সীমানায় সেতো তোর ছায়া, সেখানে করে বিচরন দুখের নিবাশ।
ও রাখিস কি খবর তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনের নীল বেদনা।
আমাকে কেন জোছনা দেখালি? আমাকে কেন জোছনা দেখালি?

chole jodi jabi dure sharthopor lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply