Wear your ego like a loose fitting garment.

— Buddha

তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর

গীতিকার : পবিত্র মিত্র
সুরকার : শ্যামল মিত্র
🎤 শ্যামল মিত্র
তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর
হাসি আর গানে ভরে তুলবো
যত ব্যথা দু’জনেই ভুলবো
তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর
হাসি আর গানে ভরে তুলবো
যত ব্যথা দু’জনেই ভুলবো
সে যে ভুল, সে তো আমি বুঝিনি
সেদিন ফুলের পাশে কাঁটা খুঁজিনি
সে যে ভুল, সে তো আমি বুঝিনি
সেদিন ফুলের পাশে কাঁটা খুঁজিনি
ভেবেছিনু মধুরাতে জীবন দোলায় শুধু দুলবো
যত ব্যথা দু’জনেই ভুলবো
শুধু বলো তুমি কি গো জানতে
যেতে যেতে এই পথ
শেষ হবে কোনো মরু প্রান্তে
শুধু বলো তুমি কি গো জানতে
যেতে যেতে এই পথ
শেষ হবে কোনো মরু প্রান্তে
একবার শুধু ওগো বলো না
ফুলবীথি ফুলে কেন ভরা হলো না
একবার শুধু ওগো বলো না
ফুলবীথি ফুলে কেন ভরা হলো না
বুঝিনি তো এই রাতি
কোনোদিন নিজ হাতে খুলবো
যত ব্যথা দু’জনেই ভুলবো
তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর
হাসি আর গানে ভরে তুলবো
যত ব্যথা দু’জনেই ভুলবো ॥
Music
SONG
Tumi Aar Aami Shudhu lyrics
ARTIST
Shyamal Mitra,Satinath Mukherjee
ALBUM
Chiradiner Sathi – Nirbachito Premer Gaan – Vol. 1

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply