You will face many defeats in life, but never let yourself be defeated

— Maya Angelou

আমার সোনার বাংলা তুমি

আমার সোনার বাংলা তুমি
Amar Sonar Bangla Tumi
গীতিকার: দেবপ্রসাদ চক্রবর্ত্তী
সুরকার: নবীন চট্টোপাধ্যায়
যন্ত্রানুসঙ্গ পরিচালনা:
প্রদীপ বাচ্চু
শিল্পী: রাঘব চট্টোপাধ্যায়
ও অর্পিতা সরকার
[আমার,সোনার বাংলা তুমি
বারেবারে আমায় তুমি ধরা দাও
ওগো আমায় ছুঁয়ে যাও]-২
[আমি,যত দূরে থাকি তবু
দেখি দু’চোখ মেলে]-২
তুমি কাছে এলে
ওগো তুমি কাছে এলে
আমার,সোনার বাংলা তুমি।
[ধন ধান্যে পুষ্পে ভরা
আমার জন্মভূমি
বুকের ভিতর তেমন আছো
যেমন ছিলে তুমি,
ওগো,তেমন আছো তুমি]-২
[সেই,শহীদ মিনার
একুশে ফেব্রুয়ারি]-২
রক্তে রাঙানো সেদিন
ভুলতে কি পারি!
ওগো ভুলতে কি পারি!
আমার,সোনার বাংলা তুমি।
[আজও আমার মন উতলা
বাংলা মায়ের টানে
ছোট্টবেলার গল্প তুমি
শোনাও কানে কানে,
মাগো,শোনাও কানে কানে]-২
[আমার,স্বপ্নে থাকো
থাকো জাগরণে]-২
শত কাজের ফাঁকে
[আমার বাংলা মনের কোণে]-২
আমার,সোনার বাংলা তুমি
বারেবারে আমায় তুমি ধরা দাও
ওগো আমায় ছুঁয়ে যাও
[আমি,যত দূরে থাকি তবু
দেখি দু’চোখ মেলে]-২
তুমি কাছে এলে
ওগো তুমি কাছে এলে
আমার,সোনার বাংলা তুমি।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply