Always remember that you are absolutely unique. Just like everyone else.

— Margaret Mead

প্রান্তরের গান

আমার অভিমানে প্রান্তরের গানে
ধূসর রাস্তা ধুঁয়ে যায়
আমাদের উঠোনে আজও সন্ধ্যে নামে
কাগজ নৌকো ভেসে যায়

আর অলিখিত কথার মাসুল
তাকে রোজ রাতে ছুঁতে গিয়ে
নিস্ফল আসে ফিরে
আর অগভির মনের পুতুল
শুধু যন্ত্রণা খুঁজে মনে
একা একা বাঁশির সুরে

কেন আমাকে অযথা চোখ রাঙাস
নাকি ফেলে আসা দিনের ক্ষত
যদি সেই রাস্তাতে এসে দাড়াস
শুধু আমি নেই আগের মতো

আর ঘোলাটে জলের নিচে শরীর
শুধু ডুবে যেতে চায় আরো
ব্যথা দাঁগ বুকে নিয়ে

সোদা মাটির গন্ধ চেনা কবির
যতো ধূসর পান্ডুলিপি
পড়ে থাক বিষাদ ছুঁয়ে

সময় সবই জানে
কোথায় কিসের মানে
মুখিয়ে রয়েছে বিস্ময়
আবার ফেরার টানে প্রান্তরের গানে
কিছুটা সময় অপচয়

আমার অভিমানে প্রান্তরের গানে
ধূসর রাস্তা ধুঁয়ে যায়
আমাদের উঠোনে আজও সন্ধ্যে নামে
কাগজ নৌকো ভেসে যায়

Prantorer Gaan lyrics | Sunidhi Nayak | Subhadeep | প্রান্তরের গান | Official Video

amar ovimane prantorer gaane lyrics Sunidhi Nayak

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply