পলাশ ফুটেছে শিমুল ফুটেছেএসেছে দারুন মাসআমি জেনে গেছি তুমিআসবে না ফিরেমিটবে না পিয়াস।। কতদিন কত আশার স্বপনদেখেছি সঙ্গোপনেহৃদয় আমার ভরিয়ে ছিলামদখিনা সমীরনেস্বপন আমার বিফল হলোআসেনি সে মধুমাস।। তোমার রঙিন কুঞ্জ মেলায়রঙ দিতে আমি এসেএ মন আমার রাঙিয়ে ছিলামতোমাকেই ভালোবেসেসুখের বাতাস বহে না এখনহৃদয়ে দীর্ঘশ্বাস।। তপন চৌধুরী – পলাশ ফুটেছে শিমুল ফুটেছে polash futeche shimul phuteche […]