তোমায় একগুচ্ছ কদম দেওয়া হয় নি,ডালা ভরা রংবেরঙের চুড়ি আর ক’পাতা টিপ সাথে,তাও না।কষ্ট করে বাঁধা সেই খোঁপায় দু’টো বেলীর মালা,হাতের মুঠোতে আমি আর কাঠগোলাপের গল্প হয়নি।কপালে গাঢ় করে রক্তজবার সিঁদুর,স্নিগ্ধ ঠোঁটযুগলে তীঘ্ন আবির,মুগ্ধতাটুকু তোমায় বলা হয় নি।হুট করে ছোঁয়া...