Be a lamp, or a lifeboat or a ladder. Help someone’s soul heal.

চৈতী ফুলের কি বাঁধিস রাঙ্গা রাখি

গীতিকার : কমলপ্রসাদ ঘোষ
সুরকার: রবীন চট্টপাধ্যায়
🎤সন্ধ্যা মুখোপাধ্যায় (১৯৬১)

🌹চৈতী ফুলের কি বাঁধিস রাঙ্গা রাখি,
চৈতী ফুলের কি বাঁধিস রাঙ্গা রাখি
প্রেম ডোরে মোর হৃদয় পড়েছে বাঁধা
পড়েছে আঁখির ফাঁদে আঁখি।
চৈতী ফুলের কি বাঁধিস রাঙ্গা রাখি।
কবরী সাজাস মিছে তোরা
মিছে এনে দিস ফুল তোড়া।
আমি ফুলস্বরে দিয়েছি এ মন,
আমি ফুলস্বরে দিয়েছি এ মন
বাসর শয়নে চুপে ডাকি..
প্রেম ডোরে মোর হৃদয় পড়েছে বাঁধা
পড়েছে আঁখির ফাঁদে আঁখি।
চৈতী ফুলের কি বাঁধিস রাঙ্গা রাখি।
ছিলো কুঞ্জের ছায় কাক জোছনায়
মিলনেরও আকুলতা।
ছিলো গানে গানে তৃষ্ণা জাগানো
মন ছুঁয়ে বলা কথা,
কিশোর প্রণয় অভিসারে
তনুর ফাগুন আজ খোঁজে তারে,
কিশোর প্রণয় অভিসারে
তনুর ফাগুন আজ খোঁজে তারে,
কুমকুমে টিপ কি পরাস মোরে,
কুমকুমে টিপ কি পরাস মোরে
হিয়া অনুরাগে গেছে ঢাকি..
প্রেম ডোরে মোর হৃদয় পড়েছে বাঁধা
পড়েছে আঁখির ফাঁদে আঁখি।
চৈতী ফুলের কি বাঁধিস রাঙা রাখি।
Music
SONG
Chaiti Phuler Ki Bandhish Ranga Pakhi
ARTIST
Sandhya Mukherjee
ALBUM
A Musical Journey Through India

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply