Live in the sunshine, swim the sea, drink the wild air.

— Ralph Waldo Emerson

The Sixth Sense 1999

🎬 The Sixth Sense | 1999 |
Genre: Thriller, Drama
IMDb : 8.1
থ্রিলার সিনেমা বেশি বেশি দেখার কারনে এক সময় শেষের টুইষ্ট কি হতে পারে সেটা অনেক সময় প্রেডিক্ট করে ফেলা যায়। কিন্তু এই মুভির প্লট টুইষ্ট কি হতে চলেছে তা আপনি মোটেও আন্দাজ করতে পারবেন না।
একইসাথে ড্রামা, থ্রিল আর ভৌতিক এক স্বাদ পাবেন।
ডক্টর ম্যালকম একজন চাইল্ড সাইকোলজিস্ট। Cole Sear নামের একটি ছেলের মানসিক সমস্যার কারনে সে তার স্কুল এবং পরিবারের সবার থেকে দূরে দূরে থাকে। সবার সাথে আস্তে আস্তে বিছিন্ন হয়ে পড়ে। তাই ডক্টর ম্যালকম তাকে সাহায্য করার জন্য তার সাথে কথা বলেন। সমস্যাগুলো জানার চেষ্টা করেন। একসময় ছেলেটি ডক্টরকে জানায় – সে নাকি মৃত মানুষ দেখতে পায়! এবং মৃত মানুষের সাথে কথা বলতে পারে!
গল্পে আরো অনেক কিছুই রয়েছে তবে, বলে স্পয়েল করতে চাই না। সবটা জানার জন্য মুভিটি আপনার দেখে ফেলতে হবে..
ম্যালকম চরিত্রে অভিনয় করেছেন Bruce Willis. এবং বাচ্চা ছেলেটির চরিত্রে অভিনয় করেছে Haley Joel Osment. তার অভিনয় আপনার নজর কাড়বে। অল্প বয়সে কি দারুন অভিনয়! ফলাফল স্বরূপ অস্কারে বেস্ট সােপোর্টিং রোলে নমিনেশন!
মুভিটির স্টোরিলাইন যেমন সুন্দর তেমনি প্লট টুইষ্ট ছিলো মারাত্মক!
মুভিটি নিঃসন্দেহে সেরা থ্রিলার সিনেমার একটি। থ্রিলার লাভারদের জন্য মাস্টওয়াচ।
হ্যাপি ওয়াচিং

মুনিয়া মনি (মুভি অ্যান্ড সিরিজ অ্যাডিক্টেড)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply