In the end, it’s not the years in your life that count. It’s the life in your years.

— Abraham Lincoln

আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি দেখা যায় তোমাদের বাড়ি

আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি
দেখা যায় তোমাদের বাড়ি
তার নীল দেয়াল যেন স্বপ্ন বেলোয়ারি
তার কাঁচ দেয়াল যেন স্বপ্ন বেলোয়ারি
আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি
দেখা যায় তোমাদের বাড়ি

চিলেকোঠায় বসা বাদামী
বেড়াল বোনে শূণ্যে মায়াজাল
ছাইরঙা পেঁচা সেই চোখ টিপে
বসে আছে কতনা বছরকাল
কালো দরজা খুলে বাইরে তুমি এলে
বাগানের গাছে হাসি ছড়াবে বুনো ফুলে
সেই বাড়ির নেই ঠিকানা
শুধু অজানা লাল সুরকির পথ
শূণ্যে দেয় পাড়ি

বাঁকানো সিঁড়ির পথে সেখানে নেমে আসে
চাঁদের আলো
কাউকে চেনো না তুমি তোমাকে চেনে না কেউ
সেই তো ভালো
সেথা একলা তুমি গান গেয়ে ঘুরে ফিরে
তোমার এলোচুল ঐ বাতাসে শুধু ওড়ে
সেই বাড়ির নেই ঠিকানা
শুধু অজানা লাল সুরকির পথ শূণ্যে দেয় পাড়ি
আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি
দেখা যায় তোমাদের বাড়ি

শিরোনামঃ আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি
কথাঃ দিব্য মুখোপাধ্যায়
সুরঃ অনুপ বিশ্বাস/ বাদল সরকার
কন্ঠঃ অনুপ বিশ্বাস/ বাদল সরকার
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলি
অ্যালবামঃ আবার বছর কুড়ি পরে

akashe chorano megher kachakachi lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply