Endurance is one of the most difficult disciplines, but it is to the one who endures that the final victory comes.

— Buddha

তুমি জানো নারে প্রিয় তুমি মোর জীবনের সাধনা

পিন্দাড়ে পলাশের বন পালাব পালাব মন

পাগল মন

কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার

দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব

অভিবাসী শ্রমিকের গান

আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু

অবুঝ এ মন বোঝে না বারণ

আগুন আলোয়, পুড়িয়ে সময় গোধূলি রং, মাখিয়ে ধুলোয়

খুঁজে পাওয়া এক শীতে হারিয়েছে পানসিতে

বোকার মতো

স্বপ্ন আমার স্বপ্ন থাকে, চাওয়াগুলো বেশি

তুমি আমি আর ক্ষয়ে যাওয়া চাঁদ

শুভ্র প্রভাত, হাঁটছি একা

কয়েক কাঠি ধোঁয়া মেখে গাছের ছায়ায় নামলে বিকেল

তুমি ক্রোধের আগুনে, জমে থাকা ব্যাথা

পিরিতি নয় আমার কাজ

এমন যদি হতো আমি একটা পাখি !

রজনী হইসনা অবসান