If you tell the truth, you don’t have to remember anything.

— Mark Twain

কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে

এক মুঠো মুক্তির ডাক পাঠাচ্ছে

এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে

ডাকে পাখি খোল আঁখি দেখ সোনালী আকাশ বহে ভোরের বাতাস

ভুল করে ভালোবেসে যাই শুধু জ্বলে

হারিয়ে গিয়েছি, এইতো জরুরি খবর

মন ভালো নেই

কাটেনা সময় যখন আর কিছুতে

বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়

চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি

অনেক সাধের ময়না আমার বাধন কেঁটে যায়

জন্ম থেকে জ্বলছি মাগো

জ্বলছে নিভছে নিয়নের বিজ্ঞাপন বৃষ্টিতে ভিজে গেছে রাস্তা

ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো

আজ আবার সেই পথে দেখা হয়ে গেল

দখিনা হাওয়া ঐ তোমার চুলে

কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন

চোখেরই জলে ভাসাবো বলে কত না কেঁদেছি গোপনে

চোখটা এতো পোড়ায় কেন

দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল