আর যদি কোন অপরাধ করে নিরপরাধ লোকের উপর দোষ চাপায়, সে আপন স্কন্ধে কুকর্মের ও পাপের বোঝা চাপায় ৷ -সুরা নিসা, 16:122

— পবিত্র কোরআন

আঁখি জানে ফুল কেন ফোটে গো

না যেওনা দূরেতে একেলা মন রয়না

চৈতি ফুলের কি বাঁধিস রাঙা রাখি

মা তুই এমন কেন হলি

আজ কেন ও চোখে লাজ কেন

ভালো যদি বাসি একবার

আমি একা বড় একা

তোমাকে ভালোবেসে কাছে এসে

ফুলের ছোঁয়া যদি লাগে

তোমার চোখে ভোরের আলো

ওগো সাথি গো স্বপ্ন

আমার বাবার মুখে প্রথম যেদিন

সাধনা বিনা গান হয়না

ফেলে আসা পথে চায় ফিরে যেতে

ওগো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকোনা

আবার আসি যেন ফিরে

আমার প্রভাত মধুর হলো

দয়াল তোমার অন্ত পাওয়া ভার

গানের খাতার পাতা সরাতে সরাতে

জলকে চলে শ্রীরাধিকা