বিশ্বাসীদের বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের যৌন অঙ্গকে সাবধানে সংয্ত রাখে, এটিই তাদের জন্য উত্তম৷ -24:30

— পবিত্র কোরআন

তোমার চোখে ভোরের আলো

তোমার চোখে ভোরের আলো
Tomar Chokhe Bhorer Alo
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: অঞ্জন চট্টোপাধ্যায়
শিল্পী: কুমার শানু
তোমার চোখে ভোরের আলো
এ কী আলাপ ছড়িয়ে গেল!
খুঁজে পেলাম আমাকে
ও ও তোমার চোখে ভোরের আলো।
[হারিয়ে যাওয়া যত স্বপ্ন আমার ছিলো
তোমার দু’চোখ সবই ফিরিয়ে আমার দিল(ও ও)]-২
আমি আপন মনে হাত বাড়ালাম
দু’হাত ভরে যে গেল
তোমার চোখে ভোরের আলো।
[এ নয় প্রথম দেখা আমরা অনেক চেনা,
চিরদিনের প্রেমে এই যে জানাশোনা(ও ও)]-২
লিখি তোমার কথা যে কবিতায়
তাই দেখি গান হলো
তোমার চোখে ভোরের আলো
এ কী আলাপ ছড়িয়ে গেল!
খুঁজে পেলাম আমাকে
ও ও তোমার চোখে ভোরের আলো।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply