You only live once, but if you do it right, once is enough.

— Mae West

ওগো সাথি গো স্বপ্ন

ওগো সাথি গো স্বপ্ন
Ogo Sathi Go Swapno
জিসে ইয়ার কা সাচ্চা প্যায়ার মিলে
जिसे यार का सच्चा प्यार मिले
Jise Yaar Ka Sachcha Pyar Mile
ছায়াছবি: বন্দী (১৯৭৮)
কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সংগীত: শ্যামল মিত্র
কণ্ঠ: শ্যামল মিত্র ও সুলক্ষণা পণ্ডিত
হো হো হো হুঁ হুঁ হুঁ
[ওগো সাথি গো স্বপ্ন গো সাথি নিয়ে
বলো কোথায় চলেছ নিয়ে আমায়]-২
ওগো তুমি তো স্বপ্নের সাথি আমার
আমি সেথায় আছি গো তুমি যেথায়
ভুলি যদি পথ ভুলে আমায়
যাবে কিগো না না গো না।
আমি উন্মনা কত কল্পনা
করে সান্ত্বনা এই পাই
শুধু তুমি আছো আমি আছি
আর কিছু না চাই।
মন উন্মদ এত সম্পদ
এত প্রেমের রোশনাই
ভীরু মনে মনে কাঁপে পাশে
তা যদি হারাই
জানি তোমার আমার স্বপন
সীমার দিগন্ত কিছু নাই।
ওগো সাথি গো স্বপ্ন গো সাথি নিয়ে
বলো কোথায় চলেছ নিয়ে আমায়
ওগো তুমি তো স্বপ্নের সাথি আমার
আমি সেথায় আছি গো তুমি যেথায়।
[মন মোর ছিলো মরু
তুমি হয়ে এলে তরু
ছায়াঘেরা শ্যামলিমাতে
আমি তার শাখে শাখে
শ্রাবণে বৈশাখে
ফুল হয়ে ঝরিব প্রভাতে(ও)]-২
তারি মালা গেঁথে নিও
গলে পরে নিও
রবো না যবে গো সাথে।
ওগো সাথি গো স্বপ্ন গো সাথি নিয়ে
বলো কোথায় চলেছ নিয়ে আমায়
ওগো তুমি তো স্বপ্নের সাথি আমার
আমি সেথায় আছি গো তুমি যেথায়।
[তোমার চোখের মণি
তাই পেয়ে আমি ধনী
আমি রাজা তোমারই প্রেমে
তোমার মনের খনি
ঠিকই নিয়ে হীরামণি
আমি রানী তোমারই বামে(ও)]-২
মাঝে পড়েছি মুকুট তারি
রানীকে করেছো নারী
ধন্য তোমারই নামে
ওগো সাথি গো স্বপ্ন গো সাথি নিয়ে
বলো কোথায় চলেছ নিয়ে আমায়
ওগো তুমি তো স্বপ্নের সাথি আমার
আমি সেথায় আছি গো তুমি যেথায়।
ভুলি যদি পথ ভুলে আমায়
যাবে কিগো না না গো না।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply