Journey from the self to the Self and find the mine of gold. Leave behind what is sour and bitter and move toward the sweet.

canva pro cookies

সাগরের তীর ছুঁয়ে দাড়িয়ে

আমার মন চোরারে কোথা পাই

একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে

তুমি বন্ধু হাওয়ায় হাওয়ার রঙের পাল তোল

আজ হোক না রং ফ্যাকাশে, তোমার আমার আকাশে

নীল সাগরে গিটার কর্ড

ঐ ঝিনুক ফোটা সাগর বেলায়

মনো দিলো না বঁধু, মনো নিলো যে শুধু

আরও একবার চলো ফিরে যাই

কেন করলে এরকম বলো

দ্যাখো মানসী ওই দিগন্তে দ্যাখো

প্রাণের রাধার কোন ঠিকানা

অঙ্গ সঙ্গমে ছন্দ মরুচ্ছাস

জীবন পদ্মে স্পন্দিত হোক

মন থাক আড়ালে