If you don’t set goals, you can’t regret not reaching them.

— Yogi Berra

অঙ্গ সঙ্গমে ছন্দ মরুচ্ছাস

অঙ্গ সঙ্গমে ছন্দ মরুচ্ছাস
Anga Sangame Chhanda
ছায়াছবি: মহারুদ্র (১৯৮৫)
গীতিকার: মুকুল দত্ত
সুরকার: বাপ্পী লাহিড়ী
কণ্ঠ: কবিতা কৃষ্ণমূর্তি ও
কে জে যেসুদাস
সা সানি ধাপা মাপা ধাপা মা সারে সা
আ আ আ
[অঙ্গ সঙ্গমে ছন্দ মরুচ্ছাস
নয়নে কার অভিসার]-২
[মন যে মরমে তরসিয়া যায়]-২
শুনে মঞ্জীর ঝংকার আ আ আ আ
অঙ্গ সঙ্গমে ছন্দ মরুচ্ছাস
নয়নে কার অভিসার।
সাসা মাগা পাপা মাপা
ধানি সারে রেসা নিসা
ধানি সারে রেসা নিসা
ধানি ধাপা মাপা ধাপা মাপা রেসা
আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ
সা নি সা সা
অধর মদিরাভর যেন পেয়ালা
[ধাগে না ধাগে না ধেটে,
তাগে না তাগে না তেটে]-২
[ধিন্ ধিন্ তা নানা না,
তিন্ তিন্ তা নানা না]-২
[ধি তেন তা,ধি তেন তা]-২
আ আ আ আ আ আ আ
অধর মদিরাভর যেন পেয়ালা
দেহ মোহিনী তব যেন মধুশালা
[না সয়না না সয়না জ্বলে যৌবন]-২
নামছে যেন বাহার আ আ আ আ
অঙ্গ সঙ্গমে ছন্দ মরুচ্ছাস
নয়নে কার অভিসার।
আ আ আ আ আ আ আ আ আ
সা নি ধা পা
[রূপ নেহারি কোনো বৈরাগী]-২
ভারে হরষিয়া প্রাণ অনুরাগে
[মরণ যে কত সুরে ডেকে যায়]-২
বাজে বাঁশি মনে কার আ আ
অঙ্গ সঙ্গমে ছন্দ মরুচ্ছাস
নয়নে কার অভিসার।
[মন যে মরমে তরসিয়া যায়]-২
শুনে মঞ্জীর ঝংকার আ আ
অঙ্গ সঙ্গমে ছন্দ মরুচ্ছাস
নয়নে কার অভিসার
[ধাগে না ধাগে না তেটে,
তাগে না তাগে না তেটে]-২
[ধিন্ ধিন্ তা নানা না,
তিন্ তিন্ তা নানা না]-২
[ধি তেন তা ধি তেন তা]-৪
না ধিন ধিন না না ধিন ধিন না
আ আ আ আ আ আ আ আ
সা মাপা পামা রেপা,মাপা রেপা মা
মাপা ধানি সানি সানি,সাপা মাপা মা
পা নিনিনিনি পা নিনিনিনি
পামা ধাপা মাপা,পামা ধাপা মাপা

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply