Life is either a daring adventure or nothing at all

— Helen Keller

সাগরের তীর ছুঁয়ে দাড়িয়ে

সাগরের তীর ছুঁয়ে দাড়িয়ে
উদাসী প্রহর গুলো জড়িয়ে
তুমি ঘুরে ঘুরে আমার হয়ে
হয়ত দুরের চেনা আকাশে
রঙ্গিন স্বপ্ন বোনা বাতাসে
আমায় ডেকেছিলে খুব নিরবে
তাই আমি সেথাই হারাই
যেথাই তুমি আমায় ভাসাও
যেথাই তুমি আমার সাথে মিশে যাবে
তাই আমি সেথাই হারাই
যেথাই তুমি আমায় হাসাও
যেথাই আবার ডানা মেলে উড়ে যাবে

সাগরের তীর ছুঁয়ে দাড়িয়ে
উদাসী প্রহর গুলো জড়িয়ে
তুমি দূরে দূরে আমার হয়ে

কত সুর কত গান কত কবিতা
আজ সবই ছায়া
চেনা সেই ঘাসফুল গুলো সব আজও
ছন্নছাড়া!
এখানে ওখানে যেখানে শুধু তোমারি মায়া
ফিরে যাই বারেবার সেখানে হয়ে দিশেহারা
অভিমান মুছে আবার আমায় ডাকতে পারো
হৃদয়ের কথা গুলো বলতে পারো
মিষ্টি কোনো ভোরে উদাসী হাওয়া
আমায় সাথে নিয়ে ভাসতে পারো

সাগরের তীর ছুঁয়ে দাড়িয়ে
উদাসী প্রহর গুলো জড়িয়ে
তুমি ঘুরে ঘুরে আমার হয়ে
তাই আমি সেথাই হারাই যেথাই তুমি আমায় ভাসাও
যেথাই তুমি আমার সাথে মিশে যাবে
তাই আমি সেথাই হারাই যেথাই তুমি আমায় হাসাও
যেথাই আবার ডানা মেলে উড়ে যাবে

সাগরের তীর ছুঁয়ে দাড়িয়ে
উদাসী প্রহর গুলো জড়িয়ে
তুমি দূরে দূরে আমার হয়ে

Minar Rahman – Shagorer Tirey lyrics ( Official Music Video 2022)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply