ভুবন ভুলাইলি মা হরমোহিনী
Bhuban Bhulaili Maa Harmohini
সিন্ধু-ভৈরবী
তেতালা
কথা: নন্দ কুমার
কণ্ঠ: অনুপ জালোটা
মা মা
[ভুবন ভুলাইলি মা,হরমোহিনী]-২
ভুবন ভুলাইলি মা
[মূলাধারে মহোৎপলে বীণাবাদ্য-বিনোদিনী]-২
ভুবন ভুলাইলি মা,হরমোহিনী
ভুবন ভুলাইলি মা।
শরীর শারীর যন্ত্রে,সুষুম্নাদি ত্রয় তন্ত্রে
গুণভেদে মহামন্ত্রে তিনগ্রাম-সঞ্চারিণী
ভুবন ভুলাইলি মা,হরমোহিনী
ভুবন ভুলাইলি মা।
আধারে ভৈরবাকার,ষড়দলে শ্রীরাগ আর,
মণিপুরেতে মল্লার,বসন্তে হৃদপ্রকাশিনী
ভুবন ভুলাইলি মা,হরমোহিনী
ভুবন ভুলাইলি মা।
বিশুদ্ধ হিন্দোল সুরে,কর্ণাটক আজ্ঞাপুরে,
তাল-লয়-মান-সুরে,ত্রিসপ্ত-সুরভেদিনী
ভুবন ভুলাইলি মা,হরমোহিনী
ভুবন ভুলাইলি মা।
মহামায়া মোহপাশে,বদ্ধ কর অনায়াসে
[তত্ত্ব লয়ে তত্ত্বাকাশে]-৩
স্থির আছে সৌদামিনী
শ্রীনন্দকুমারে কয়,তত্ত্ব না নিশ্চয় হয়
[শ্রীনন্দ কুমারে কয়]-২
তত্ত্ব না নিশ্চয় হয়
তব তত্ত্বগুনত্রয়,কাকীমুখ-আচ্ছাদিনী
ভুবন ভুলাইলি মা,হরমোহিনী
ভুবন ভুলাইলি মা
[মূলাধারে মহোৎপলে বীণাবাদ্য-বিনোদিনী]-২
ভুবন ভুলাইলি মা,হরমোহিনী
[ভুবন ভুলাইলি মা]-৩
ভুবন ভুলাইলি মা হরমোহিনী
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1