Life is what happens when you’re busy making other plans.

— John Lennon

বুলান মণ্ডল, বৃষ্টি -অলোকরঞ্জন দাশগুপ্ত

বুলান মণ্ডল, বৃষ্টি এল
বুলান মণ্ডল, তুমি কী ধান আমায় মেপে দেবে,
আমন না রূপশালী ?
ঝড়ে এলোমেলো
একটি উঠান থেকে আরেকটি উঠানে
ছুটে-ছুটে ভিজে যায় ঘরণী তোমার, মাটি লেপে
রং দিতে গিয়েছিল ঘরণী তোমার, তার মানে
সুখের শিহরগুলি চেয়েছিল ছবি করে নিতে,
এখন বৃষ্টিতে একা ভিজে একাকার, এক-আষাঢ়
এক-আয়ু অকৃতার্থতার
রং শুধু লেগে আছে ছবির মাঝখানে, তর্জনীতে।
ঐ দ্যাখো, ভেঙে গেল ও-কার বাড়ির লাল টালি:
বুলান মণ্ডল, তুমি এখনও কি ধান
মেপে দেবে ? এখন কী ধান
দিতে চাও ? আমন ফুরিয়ে গেছে, আছে রূপশালী ?
না হয় মজুত আছে রূপশালী, কিন্তু অফুরান
যাকে তুমি মনে কর, সারাটা সকালই
সে যদি বৃষ্টিতে ভেজে, তবে
বাড়ি গিয়ে কি জানি দেখবে!
দেরি নয়, আমার দুহাত ধরে তোর বাড়ি চল,
আমারও অনেক ধান হাতে ছিল, বুলান মণ্ডল!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0