অতীতকে প্রাধান্য দিও না, ভবিষ্যত নিয়ে দিবাস্বপ্নও দেখবে না। তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়ে ভাবো।

— গৌতম বুদ্ধ

অবিকল্প পংক্তিমালা

পাশ ফিরে ঘুমোলাম
দূষিত হাওয়ারা এসে আমার ভেতরে ঢোকে
দীর্ঘ অভিমানে কান্না চেপে রাখি
জীবিকার প্রচ্ছদেও আর ফোটে না ফুল
কোথাও ডাকে না আর ঘর ছাড়া বাঁশি

দৈনিক দৈন্যের কাছে শুধু মিথ্যাচার
প্রেমহীনের প্রেমের কানাকানি
ব্যাকরণ না জেনেও বৈয়াকরণ
অসতেরা বলে যায় সতীর কাহিনি
বিমোচন হয় আলো ভ্রান্তির শিকারে

নষ্ট আঙুলগুলি অমার্জিত স্পর্শ দেয়
দুঃস্বপ্নের ক্ষত রোজ ঢেকে রাখি
আলোচাল ভাঙে নাকো ঢেঁকি
শুধুই করাতকল চলে
চেরা যৌবনের ফাঁকে জমে অন্ধকার

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply