Live as if you were to die tomorrow. Learn as if you were to live forever.

সুভাষ, তোমার জন্য

আজন্ম বিশ্বাস নিয়ে উচ্চে তুলি শির

তোমার আদর্শে রাঙা প্রেমের মন্দিরে

মহামানবের তীর্থে রক্তের অক্ষরে

স্পন্দিত হৃদয়ে সূর্য নব বিপ্লবীর।

শান্তির ঐক্যের মন্ত্রে দীক্ষা সংগ্রামীর

পরমায়ু নিয়ে তুমি রোজ আসো ফিরে

প্রবল প্রদীপ্ত শৌর্যে উজ্জ্বল উদ্ধারে;

ইতিহাসে ছায়া পড়ে সহর্ষ মুক্তির।

তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য আর কত দূর?

বিবেকের ঘোড়াগুলি উঠবে না জেগে?

সন্দিহান আস্তাবল ভেঙে হোক চুর।

স্বার্থ আর ভণ্ডামির চূড়ান্ত অসুখে

ডুবে যায় দেশ-জাতি প্রেম-হৃদিপুর;

ঘুরে কি দাঁড়াব তবে যমের সম্মুখে!

Writer: তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply