বিশ্বাসীদের বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের যৌন অঙ্গকে সাবধানে সংয্ত রাখে, এটিই তাদের জন্য উত্তম৷ -24:30

— পবিত্র কোরআন

পাগল মন

কে বলে পাগল
সে যেনো কোথায়
রয়েছে কতই দূরে
মন কেনো এতো কথা বলে
পাগল মন মন রে
মন কেনো এতো কথা বলে

মনকে আমার যত চাইরে বুঝাইতে
মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে

আমি বাকে আমার মনটা বাকে (?)
আজো পারলাম না আমার মনকে বুঝিতে

আশি তোলায় সের হইলে চল্লিশ সেরে মণ
মনে-মনে এক মন না হইলে মিলবে না ওজন

pagol mon mon re mon keno ato kotha bole lyrics গানের কথা

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply