To be yourself in a world that is constantly trying to make you something else is the greatest accomplishment.

— Ralph Waldo Emerson

বারে বারে আমি আসি ফিরে যেন

আর কোথা নয় মা
আর নয় কোনখানে
বারে বারে আমি আসি ফিরে যেন
এই বাংলার নীড়ে মাগো
বারে বারে আমি আসি ফিরে যেন
এই বাংলার নীড়ে।
[কোকিলের ডাকে পাখিদের কুহুতানে,
আমের মুকুলে মাগো,তটিনীর কলতানে]-২
[মেঘের ভেলায় ফুলের মেলায়,
শিরীষের ছায়া ঘিরে]-২
বারে বারে আমি আসি ফিরে যেন
এই বাংলার নীড়ে মাগো
বারে বারে আমি আসি ফিরে যেন
এই বাংলার নীড়ে।
ডাহুক যেখানে ডাক দিয়ে যায়।।
বাতাস বাজায় বাঁশি
জনমে জনমে বারে বারে যেন
এই দেশে ফিরে আসি মাগো
এই দেশে ফিরে আসি।
[পৌষালি দিনে নতুন ঐ ধানের শিষে,
শ্রাবণ ধারায় মাগো এই আমি আছি মিশে]-২
[সোনালী ডাঙায় চিলের পাখায়
সন্ধ্যার ছায়া ঘিরে]-২
বারে বারে আমি আসি ফিরে যেন
এই বাংলার নীড়ে মাগো
বারে বারে আমি আসি ফিরে যেন
এই বাংলার নীড়ে।
আর কোথা নয় মা
আর নয় কোনখানে
বারে বারে আমি আসি ফিরে যেন
এই বাংলার নীড়ে মাগো
বারে বারে আমি আসি ফিরে যেন
এই বাংলার নীড়ে।

বারে বারে আমি আসি ফিরে যেন
Bare Bare Aami Asi Fire Jeno
কথা: শিব কুমার চট্টোপাধ্যায়
সুর: শৈলেন মুখোপাধ্যায়
শিল্পী: প্রতীক চৌধুরী

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0