মন্দ কথার প্রচারণা আল্লাহ ভালবাসেন না৷ -4:148

— পবিত্র কোরআন

দখিনা হাওয়া ঐ তোমার চুলে

দখিনা হাওয়া ঐ তোমার চুলে
ছুঁয়ে ছুঁয়ে যায় এলোমেলো করে
কয়েকটি চুলে ঢেকে যায়
তোমার একটি চোখ
আমি ভুলে যাই তুমি আমার নও
আমি ভুলে যাই তুমি আমার নও
তুমি আমার নও আমার নও
আমার নও আমার নও
একাকী নীরবে এগিয়ে পিছিয়ে
চেয়েছি কত বলতে
খুঁজেতো পাইনি না বলা কথাটি
হারানো দিনের গল্পে
শহরতলীতে এমনই রাতে
বেজেছে সানাই কত
সে সুর আজকে স্মৃতির আঙ্গিনায়
বাজবে অচেনা সুরে
———–পার্থ বড়ুয়া

dokhina hawa by partho lyrics

dokhina hawa oi tomar chule lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply