Give, even if you only have a little.

— Buddha

ফুরমোন (এক টুকরো মেঘের রাজ্য)

রাঙামাটি হতে চট্টগ্রাম কিংবা খাগড়াছড়ি যাওয়ার পথে মানিকছড়িতে এই মিনি সাজেক অবস্থিত । চট্টগ্রাম থেকে রাঙামাটি যাওয়ার পথে ঘাঘড়ার ঠিক পরেই ঢালু রাস্তার বাম পাশের ইটের রাস্তা দিয়ে সোজা চলে গিয়ে প্রায় ১৫০০ ফুট উঁচু পাহাড়ে চড়তে হবে । আর যারা সহজে এই পাহাড়ে উঠতে চান তারা রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে সাপছড়ি স্থানে বাম পাশের বৌদ্ধ মন্দিরের ইটের রাস্তা দিয়ে চলে যেতে পারেন । তবে এই ক্ষেত্রে অবশ্যই গাড়ি রিজার্ভ করে যেতে হবে । হেঁটে যাওয়ার চেষ্টা করলে প্রায় ৩ ঘন্টা লেগে যাবে মন্দিরে পৌঁছাতে । মন্দিরের গেইটে পৌঁছানোর পর মন্দিরের ৬৫০+ সিঁড়ি বেয়ে উপরে উঠে মন্দির চত্বর পাড় হয়ে সোজা নিচে নেমে ৫-৭ মিনিটের পথ পাড়ি দিলেই সেনাবাহিনী ক্যাম্পে পৌঁছে যাবেন । ক্যাম্পের পাশেই মিনি সাজেক খ্যাত ফরমোন পাহাড় অবস্থিত । তবে হ্যাঁ, এই অপরূপ সুন্দর মেঘময় প্রকৃতির ছোঁয়া পেতে হলে অবশ্যই ভোর বেলার দিকে আপনাকে রওনা দিতে হবে । সূর্যোদয়ের সাথে সাথেই উঠে যেতে হবে পাহাড়ে । পাহাড়ে উঠে সেনাবাহিনী ক্যাম্পে হাজিরা দিয়ে এরপর ফরমোন মাঠে যাবেন । অবশ্য এই ফরমোন মাঠটি হলো #_হেলিপেট_কর্ণার#_বি_দ্র : পাহাড় প্রেমীদের জন্য উত্তম স্থান ফরমোন । প্রকৃতি আপনাকে তার অপরূপ স্বাদ গ্রহণের সুযোগ করে দিয়েছে । এই সুযোগের অপব্যবহার করবেন না । ময়লা – আবর্জনা ডাস্টবিনে ফেলুন । কোন ধরনের গান বাজাবেন না । হেলিপেট সাইনে দাঁড়িয়ে ছবি তুলবেন না । সেনা ক্যাম্পের কোন ছবি তুলবেন না ।

Turja Chowdhury(Travelers of Bangladesh (ToB))

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply