Live as if you were to die tomorrow. Learn as if you were to live forever.

ফুরমোন (এক টুকরো মেঘের রাজ্য)

রাঙামাটি হতে চট্টগ্রাম কিংবা খাগড়াছড়ি যাওয়ার পথে মানিকছড়িতে এই মিনি সাজেক অবস্থিত । চট্টগ্রাম থেকে রাঙামাটি যাওয়ার পথে ঘাঘড়ার ঠিক পরেই ঢালু রাস্তার বাম পাশের ইটের রাস্তা দিয়ে সোজা চলে গিয়ে প্রায় ১৫০০ ফুট উঁচু পাহাড়ে চড়তে হবে । আর যারা সহজে এই পাহাড়ে উঠতে চান তারা রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে সাপছড়ি স্থানে বাম পাশের বৌদ্ধ মন্দিরের ইটের রাস্তা দিয়ে চলে যেতে পারেন । তবে এই ক্ষেত্রে অবশ্যই গাড়ি রিজার্ভ করে যেতে হবে । হেঁটে যাওয়ার চেষ্টা করলে প্রায় ৩ ঘন্টা লেগে যাবে মন্দিরে পৌঁছাতে । মন্দিরের গেইটে পৌঁছানোর পর মন্দিরের ৬৫০+ সিঁড়ি বেয়ে উপরে উঠে মন্দির চত্বর পাড় হয়ে সোজা নিচে নেমে ৫-৭ মিনিটের পথ পাড়ি দিলেই সেনাবাহিনী ক্যাম্পে পৌঁছে যাবেন । ক্যাম্পের পাশেই মিনি সাজেক খ্যাত ফরমোন পাহাড় অবস্থিত । তবে হ্যাঁ, এই অপরূপ সুন্দর মেঘময় প্রকৃতির ছোঁয়া পেতে হলে অবশ্যই ভোর বেলার দিকে আপনাকে রওনা দিতে হবে । সূর্যোদয়ের সাথে সাথেই উঠে যেতে হবে পাহাড়ে । পাহাড়ে উঠে সেনাবাহিনী ক্যাম্পে হাজিরা দিয়ে এরপর ফরমোন মাঠে যাবেন । অবশ্য এই ফরমোন মাঠটি হলো #_হেলিপেট_কর্ণার#_বি_দ্র : পাহাড় প্রেমীদের জন্য উত্তম স্থান ফরমোন । প্রকৃতি আপনাকে তার অপরূপ স্বাদ গ্রহণের সুযোগ করে দিয়েছে । এই সুযোগের অপব্যবহার করবেন না । ময়লা – আবর্জনা ডাস্টবিনে ফেলুন । কোন ধরনের গান বাজাবেন না । হেলিপেট সাইনে দাঁড়িয়ে ছবি তুলবেন না । সেনা ক্যাম্পের কোন ছবি তুলবেন না ।

Turja Chowdhury(Travelers of Bangladesh (ToB))

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply