Life is either a daring adventure or nothing at all

— Helen Keller

মন মানেনা যে প্রিয়া তোমাকে চাই

মন মানেনা যে প্রিয়া তোমাকে চাই
मेरा पिया घर आया ओ राम जी
Mera Piya Ghar Aaya
মেরা পিয়া ঘর আয়া ও রাম জী
ছবি: ইয়ারানা (হিন্দী)
শিল্পী: কবিতা কৃষ্ণমূর্তি
শিল্পী: রিজিয়া পারভীন (বাংলা)
সারা দুনিয়া ঘুরি
কত কি আমি দেখি
পাইনা তোমারই জুড়ি
স্বপ্নেকে সাথি করে
তোমাকে শুধু ভাবি
পাগল হয়েছি জানি ও
[মন মানেনা যে প্রিয়া তোমাকে চাই]-৬
ও ও ও ও ও ও
এই পায়েল বাজে ছম-ছম
বাজে হাতে আমার কঙ্কণ
মন হয়ে আছে চঞ্চল
নেশা যে আশায় বাজির আভরণ
মানেনা মন মানেনা
দিলে কিছু বোঝেনা
পাব কি তোমার দেখা
দু’চোখ যে ঘুমহীনা
শোনো না ও প্রিয়া
মানেনা যে হিয়া
আমারই দু’চোখেতে
আছ যে পলকেতে
কেন থাকনা পাশে পাশে
বলো উতলা এই অন্তর।
আছে যে চোখের তারা
আছে রাতের মায়া
মন যে আঁধারে ঘেরা
স্বপ্নকে সাথি করে
তোমাকে শুধু ভাবি
পাগল হয়েছি জানি ও
[মন মানেনা যে প্রিয়া তোমাকে চাই]-৬
ও ও ও ও ও ও
আছে ঝলমল চলা আঁচল
লাগে নেশা ধরা মাদল
কুয়াশায় ছায়া এই রাতভর
বাসা ভরা চোখে ছলছল
হীরে মুক্তো চাইনা
তুমি ছাড়া বুঝিনা
শুধু কাছেতে এসেই
ধরা দেও এই প্রাণেতে
জীবনটা হয় যে গহনে
হবে তুমি বিহনে
দেখোনা একটু চেয়ে
আছি তোমারই কাছে
কেন থাকোনা পাশে পাশে
হলো উতলা এই অন্তর
আছে যে চোখের তারা
আছে রাতের মায়া
মন যে আঁধারে ঘেরা
স্বপ্নেকে সাক্ষী করে
তোমাকে শুধু ভাবি
পাগল হয়েছি জানি ও
[মন মানেনা যে প্রিয়া তোমাকে চাই]-৬

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply