The moment you accept what troubles you’ve been given, the door will open.

রুমাল

তোমার রুমালটিতে একবার মুখমণ্ডল মুছে নিয়েছি
জটিল সময়গুলি পার হতে হতে
এটুকু সারল্য শুধু আজ
স্বীকারোক্তি হয়ে আছে

রাস্তার মোড়ে মোড়ে যুদ্ধের মহড়া
তোমার সঙ্গেই মনে মনে
বিবাহ সেরে নিয়ে
যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া

কত বিদ্বেষ বিদ্বেষী আলো মেখে এসে দাঁড়িয়েছে
তাদের চকচকে আঁশ
উদ্ধত ছোবলের মুখ
পূর্ণ হয়ে গেছে বিষে

পিছিয়ে এসেছি তোমার পুবের জানালার কাছে
চেয়ে দেখেছি তোমার সংসারে কত গান বাজে
সেসব উজ্জ্বল স্বরলিপি কিছুটা সাহসী করেছে

তোমার কুমারী রুমালটি
আমার সমূহ বিষাদ মুছে নিয়ে গেছে

 তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave A Comment