Review:
শার্লক হোমস কাল্পনিক চরিত্র
এজেন্ট সাই শ্রীনিবাসা অাথ্রেয়া বাস্তবিক।
-বানীতে এজেন্ট সাই
দেখে ফেললাম তেলেগু ব্লকবাস্টার ডিটেকটিভ ক্রাইম থ্রিলার জনরার মুভি Agent si।এক কথায় মুভি খুব অসাধারন ছিল ২ঘন্টা মুভিটি দেখার সময় এক মিনিট বোর হয়নি প্রথম দিকে মুভিটি কমেডি জনরার মনে হলেও অাস্তে অাস্তে গল্পের ভিতরে ডুকে গেলে অাসলেয় অান্দাজ করা কঠিন গল্পের গল্পের মোর কোন দিকে নিবে। মুভির কাহিনী এমন ভাবে এগুতে থাকে যে মভির ১ ঘন্টা দেখার পরও অাপনার মুভির কাহিনী সম্পর্কে ধারনা কঠিন হয়ে যাবে।
(হালকা স্পয়লার)
মুভির গল্পটি শুরু হয় এক FBI এজেন্ট কে নিয়ে। শহরের কোথাও খুন, চুরি, ডাকাতি,যে কোন অপরাধের দোষি কে খুজে বের করা এজেন্ট সাই এর কাজ মাধে মধ্য তদন্ত করতে গিয়ে পুলিশ এর হাতে একটু ধোলায় খান তিনি এবং তার সহ যোগী হিসাবে কাজ করনে এক মহিলা ডিটেকটিভ ।কিন্তুু সে একটা খুনের অাসল অপরাধী কে খুঁজে বের করার জন্য যখন তদন্ত শুরু করেন অতক্ষন পর দেখা যায় সে নিজেয় সেই খুনের অাসামী হিসাবে পুলিশের হাতে গ্রেপ্তার হয়।
সো ডিটেকটিভ এজেন্ট সাই কি নিজেকে নিরঅপরাধ প্রমান করতে পারে সেই খুনের অাসল অপরাধী কে এবং তাকে কি ভাবে খুঁজে বের করতে সে কি কি করে জানতে মুভিটি দেখুন।
মুভির নাম- Agent Sai Srinivasa Athreya
লীড ক্যারেক্টারে- Naveen Polishetty 🖤
জনরা- ক্রাইম থ্রিলার।
বক্স অফিস- ব্লকবাস্টার
অাইএমডিবিঃ৮.৪/১০
ব্যাক্তিগতঃ৯/১০
বাজেটঃ১.৫কোটি
ইনকামঃ২০ কোটি
Priyes Kumer