The greatest glory in living lies not in never falling, but in rising every time we fall

— Nelson Mandela

যাও হে শ্যাম রাই কুঞ্জে আর এসোনা

Jao Hey Shyam Rai Kunje Ar Esona (Lalon Fakir) | Neela Mukherjee | OIndra | Dripta | Bittu

যাও হে শ্যাম রাই কুঞ্জে আর এসোনা,
যাও হে শ্যাম রাই কুঞ্জে আর এসোনা
এলে ভালো হবেনা তোমার,
এলে ভালো হবেনা.. আর এসোনা
যাও হে শ্যাম রাই কুঞ্জে আর এসোনা।

গাছ কেটে জল ঢালো পাতায়
এ চাতুরি শিখলে কোথায়?
উচিত ফল পাবে হেথায়,
উচিত ফল পাবে হেথায়,
নইলে টের পাবেনা,
নইলে টের পাবেনা..
আর এসোনা
যাও হে শ্যাম রাই কুঞ্জে আর এসোনা।

করতে চাও শ্যাম নাগরালী
যাও যেথা সেই চন্দ্রাবলী,
এ পথে পড়েছে কালি,
এ পথে পড়েছে কালি
সে কালি আর যাবেনা,
সে কালি আর যাবেনা..
আর এসোনা,
যাও হে শ্যাম রাই কুঞ্জে আর এসোনা।

কেলে বন্ধু জানা গেলো
উপরেও কালো ভিতরেও কালো,
লালন বলে উভয় ভালো,
লালন বলে উভয় ভালো
আমি করি উভয়ের বন্দনা,
আমি করি উভয়ের বন্দনা..
আর এসোনা,
যাও হে শ্যাম রাই কুঞ্জে আর এসোনা,
এলে ভালো হবেনা তোমার,
এলে ভালো হবেনা.. আর এসোনা
যাও হে শ্যাম রাই কুঞ্জে আর এসোনা

Jao Hey Shyam Rai Kunje Ar Esona lyrics (Lalon Fakir) | Neela Mukherjee | OIndra | Dripta | Bittu

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply