The moment you accept what troubles you’ve been given, the door will open.

যখন থামবে কোলাহল

যখন থামবে কোলাহল…
ঘুমে নিঝুম চারিদিক….
আকাশের উজ্জ্বল তারাটা…
মিটমিট করে শুধু জ্বলছে…..
বুঝে নিও তোমাকেই আমি ভাবছি…
তোমাকে কাছে ডাকছি……(ও…)
ঘুমিয়ে পোড়ো না বন্ধু আমার…
জেগে থেকো সেই রাতে……
যখন ফুলের গন্ধ এসে…
আবেশ ছড়াবে মনে….
বুঝে নিও আমি…
আসছি সঙ্গোপনে……
কোকিলের ডাক যদি শোনো…..
আমিও আর দুরে নেই জেনো……
একটু পরেই দেখা হবে…. দুজনাতে……
যখন দখিণ্ বাতাসে গায়…
পরশ বুলাবে এসে….
জেনো এসে গেছি…
আমি অবশেষে……
বাসনার সেই নদীতীরে……
চিনে নিও প্রিয় সাথীকে……
স্বপ্ন ভেবে কেঁদোনাকো….বেদনাতে… .. .
যখন থামবে কোলাহল……
ঘুমে নিঝুম চারিদিক

jokhon thambe kolahol lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply