Believe you can and you’re halfway there.

— Theodore Roosevelt

দুটি পাখি দুটি তীরে

কথা : গিরিন চক্রবর্তী
সুর: কমল দাশগুপ্ত
শিল্পী : তালাত মাহমুদ
দুটি পাখি দুটি তীরে
মাঝে নদী বহে ধীরে
একই তরু শাখা পরে
ছিল বাধা লীলা ভরে
অজানা সে কোন ঝড়ে
ভেঙ্গে নিল বাসাটিরে
বিধাতার অভিশাপ
নিয়তির হল জয়
ছিঁড়িল বীণার তার
মুছে গেল পরিচয়
ছিল যেথা আলো হাসি
ফুলদল মধু বাঁশি
আজি সেথা কিছু নাহি
বায়ু কেঁদে যায় নীড়ে

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply