Life is what happens when you’re busy making other plans.

— John Lennon

পুবাল হাওয়া

পুবাল হাওয়া
Pubal Hawa
গীতিকার: লিয়াকত আলী বিশ্বাস
সুরকার: দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
শিল্পী: সোনু নিগম
[পুবাল হাওয়া
পাও যদি বন্ধুর দেখা
বইলো তুমি তারে
আমার মনের কথা হয়নি বলা
হয়নি বলা তারে
আমার মনের কথা হয়নি বলা
হয়নি বলা তারে]-২
পুবাল হাওয়া
[বলে দিও তারে তুমি দেখা যদি হয়
তারে নিয়ে স্বপ্ন দেখে আমার এ হৃদয়]-২
ও ও বইলো তারে খবর নিতে
একটু যদি পারে
[আমার মনের কথা হয়নি বলা
হয়নি বলা তারে]-২
পুবাল হাওয়া
[আমার কথা একটু যদি মনে মনে ভাবে
অনুভবে সেখান থেকে আমাকে সে পাবে]-২
ও ও কোনোভাবেই তারে আমি
ভুলতে পারিনা যে
[আমার মনের কথা হয়নি বলা
হয়নি বলা তারে]-২
পুবাল হাওয়া
পাও যদি বন্ধুর দেখা
বইলো তুমি তারে
[আমার মনের কথা হয়নি বলা
হয়নি বলা তারে]-২
পুবাল হাওয়া

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply