Feel the sweetness in your own heart. Then you may find the sweetness in every heart.

ওগো কাজলনয়না হরিণী

ওগো কাজলনয়না হরিণী
Ogo Kajal Nayona Harini
ছায়াছবি: মন নিয়ে (১৯৬৯)
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
কণ্ঠ: হেমন্ত মুখোপাধ্যায়
এই সুন্দর পৃথিবীতে
যেখানে যা কিছু আছে সুন্দর​
এসো না সবাই এসো না সবাই
কিছু উপহার দিতে।
ওগো কাজলন​য়না হরিণী
তুমি দাওনা ও দুটি আঁখি
[ওগো গোলাপ পাপড়ি মেলো না
তার অধরে তোমাকে রাখি]-২
ওগো গোলাপ পাপড়ি মেলো না
ওগো কাজল ন​য়না হরিণী।
ওগো কাঞ্চনবর্ণা চম্পক মঞ্জরী
করো তাকে চম্পকবর্ণা
এসো উচ্ছল ঝর্ণা অকারণ উল্লাসে
হাসি হয়ে তার ঝরে পড় না।
ওগো নিবিড় পুঞ্জমেঘ দিগন্ত হতে এসো
মেঘকালো কুন্তল বর্ণা
এসো অপরূপ চন্দ্রিমা পূর্ণিমা জোছনা
ঝরো না আননে তার ঝরো না
[ওগো ময়ূর পেখম তোলো না]-২
তার লজ্জা তোমাতে ঢাকি
ওগো কাজল ন​য়না হরিণী।
ওগো কুঞ্জ কোকিল এসো পঞ্চম সুর দিয়ে
কোকিলকণ্ঠী তাকে করো না
এসো অশান্ত সমীরণ দাও দোল দাও দোল
ছন্দে ছন্দে তাকে ধর না।
ওগো যৌবন বন্যা লীলায়িত রঙ্গে
কানায় কানায় তাকে ভরো না
এসো অনন্ত জগতের যত রূপ লাবণি
তার রূপে সাধ করে মর না
[এসো আমার মনের মাধুরী]-২
তার স্বপ্ন তোমাতে আঁকি
ওগো কাজল নয়না হরিণী
তুমি দাওনা ও দুটি আঁখি
ওগো গোলাপ পাঁপড়ি মেলো না
তার অধরে তোমাকে রাখি
ওগো কাজল নয়না হরিণী।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply