Behind every atom of this world, hides an infinite universe.

কখনও জানতে চাসনি তোকে কতো খুঁজেছি যে কিভাবে

কখনও জানতে চাসনি তোকে কতো খুঁজেছি যে কিভাবে
কখনও ডুবুরির বেশে রাঙ্গা মাটি পথ শেষে কতো কিভাবে
কখনও বুঝতে চাসনি আমি বলতে চেয়েছি যেভাবে
তোর নরম হাতের বোনা শীতের চাদরে ঘুম কাতুরে.
কখনও জানতে চাসনি তোকে কতো খুঁজেছি যে কিভাবে
কখনও ডুবুরির বেশে রাঙ্গা মাটি পথ শেষে কতো কিভাবে
কখনও বুঝতে চাসনি আমি বলতে চেয়েছি যেভাবে
তোর নরম হাতের বোনা শীতের চাদরে ঘুম কাতুরে…
তুই বললে কথা শীতের রোদ হীন দুপুর …
রোদ জ্যোৎস্নায় মেখে রুপো হয়ে যেতো, হয়ে যেতো
তুই বললে কথা অমাবস্যার রাতও
আকাশের কালো চিরে আলো জ্বেলে দিত, জ্বেলে দিত
তুই বললে কথা শীতের রোদ হীন দুপুর …
রোদ জ্যোৎস্নায় মেখে রুপো হয়ে যেতো, হয়ে যেতো
তুই বললে কথা অমাবস্যার রাতও
আকাশের কালো চিরে আলো জ্বেলে দিত, জ্বেলে দিত
তুই বললে তুই বললে তুই বললে…
তুই বললে তুই বললে তুই বললে…
আজ হতে অনেক শীত বসন্ত আগে…
আমার সব মন খারাপের রাতে…
আজ হতে অনেক শীত বসন্ত আগে…
আমার সব মন খারাপের রাতে…
রাত জোনাকির মিষ্টি গানে ঘুম পাড়াতিস আমায় এনে
ঘুম ভাঙ্গাতিস আমার কানে প্রজাপতির কলতানে
হাত বাড়াতিস আজ হতে অনেক আগে …
কখনও দেখতে চাসনি আমি দেখতে চেয়েছি কিভাবে
যেভাবে গাছের ফাঁকের কোন চাঁদের আলোয় পথ দেখাবে
কখনও শুনতে চাসনি তোকে বলতে চেয়েছি যেভাবে
বলেছি তোর কানে কিন্তু গোপনে ভোরের আজানে…
তুই বললে কথা সেদিন চৈত্র মাসও
অকালে বসন্তের ফুলে ভরে যেতো, ভরে যেতো
তুই বললে কথা শিউলি ফুলের কুঁড়ি
ভোরের বদলে বিকেলে তারা ফুটে যেতো, ফুটে যেতো
তুই বললে কথা শীতের রোদ হীন দুপুর …
রোদ জ্যোৎস্নায় মেখে রুপো হয়ে যেতো, হয়ে যেতো
তুই বললে কথা অমাবস্যার রাতও
আকাশের কালো চিরে আলো জ্বেলে দিত, জ্বেলে দিত
তুই বললে তুই বললে তুই বললে…
তুই বললে তুই বললে তুই বললে…
তুই বললে …
তুই বললে তুই বললে…
তুই বললে তুই বললে তুই বললে..

SONG
Tui Bolle
ARTIST
Arnob
ALBUM
Tui Bolle – Single

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply