The greatest glory in living lies not in never falling, but in rising every time we fall

— Nelson Mandela

তোমায় দিলাম

শহরের উষ্ণতম দিনে
পিচগলা রোদ্দুরে
বৃষ্টির বিশ্বাস
তোমায় দিলাম আজ
আর কি বা দিতে পারি
পুরনো মিছিলে পুরনো ট্রামেদের সারি
ফুটপাথ ঘেঁষা বেলুন গাড়ি
সুতো বাঁধা যত লাল আর সাদা
ওরাই আমার থতমত এই শহরে
রডোডেনড্রন
তোমায় দিলাম আজ

কি আছে আর
গভীর রাতের নিয়ন আলোয়
আলোকিত যত রেস্তোঁরা
সব থেকে উঁচু ফ্ল্যাটবাড়িটার
সব থেকে উঁচু ছাত
তোমায় দিলাম আজ

পারবোনা দিতে
ঘাস ফুল আর ধানের গন্ধ
স্নিগ্ধ যা কিছু দুহাত ভরে
আজ ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের
আজন্ম আশ্বাস
তোমায় দিলাম আজ

শহরের কবিতার ছবি
সবই তোমায় দিলাম আজ
তোমায় দিলাম
তোমায় দিলাম
তোমায় দিলাম

Moheener Ghoraguli
| Tomay Dilam lyrics (তোমায় দিলাম)
Jhora Somoyer Gaan
LYRIC
শিরোনামঃ তোমায় দিলাম
কন্ঠঃ সুব্রত ঘোষ
কথাঃ জয়জিৎ লাহিড়ী / সুব্রত ঘোষ
সুরঃ জয়জিৎ লাহিড়ী / সুব্রত ঘোষ
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলো
অ্যালবামঃ ঝরা সময়ের গান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply