তোমায় দিলাম
শহরের উষ্ণতম দিনেপিচগলা রোদ্দুরেবৃষ্টির বিশ্বাসতোমায় দিলাম আজআর কি বা দিতে পারিপুরনো মিছিলে পুরনো ট্রামেদের সারিফুটপাথ ঘেঁষা বেলুন গাড়িসুতো বাঁধা যত লাল আর সাদাওরাই আমার থতমত এই শহরেরডোডেনড্রনতোমায় দিলাম আজ কি আছে আরগভীর রাতের নিয়ন আলোয়আলোকিত যত রেস্তোঁরাসব থেকে উঁচু ফ্ল্যাটবাড়িটারসব থেকে উঁচু ছাততোমায় দিলাম আজ পারবোনা দিতেঘাস ফুল আর ধানের গন্ধস্নিগ্ধ যা কিছু দুহাত ভরেআজ […]
কালকে রাত্রি পোহালে দইয়ের ফোঁটা কপালে
কালকে রাত্রি পোহালেদইয়ের ফোঁটা কপালেফাউন্টেন পেনটা সামলে রাখিমরি অ্যাডমিট কার্ড হারালেবিনীতা কেমন আছো?বিপদ আমারপরশু বিএ পার্ট টুকি জানি কি লিখবো খাতায় শ্রোতাদের মুখোমুখীকেঁপে উঠি অজানা ভয়েমাথাগুলি সারি সারিযেন সর্ষের ফুল শয়ে শয়েবিনীতা কেমন আছো?বিপদ আমারপরশু বিএ পার্ট টুকি জানি কি লিখবো খাতায় শিরোনামঃ বিনীতা কেমন আছো?কন্ঠঃ নীল মুখার্জিকথাঃ মহীনের ঘোড়াগুলোসুরঃ মহীনের ঘোড়াগুলোব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলোঅ্যালবামঃ ঝরা […]
আমি ডানদিকে রই না আমি বামদিকে রই না
আমি ডানদিকে রই নাআমি বামদিকে রই নাআমি দুই দিকেতেই রইপরান জলাঞ্জলি দিয়া রেনা আমি বড় রাস্তায় দাঁড়ায়েকবিতা করি আঁকিবুকি করি আমি কেমনি মানুষ হইআমার মহান হবার সাধই জাগেমহান হতে পারিনেআমি যে সাধ আহ্লাদ ছাড়িনে মহাচিন্তায় আছি বন্ধু রেআমি চলে গেলে কি পড়ে রবেআমি আগার দিকে যাই নাআমি গোড়ার দিকে যাই নাআমি দুইদিকেতেই রইকিছু থুইয়া কিছু […]
কাঁপে কাঁপে আমার হিয়া কাঁপে
কাঁপে কাঁপেআমার হিয়া কাঁপে এ কি যে কান্ডএ কি যে কান্ডএ কি কান্ড সব পন্ড এ ব্রহ্মান্ডশূণ্য লাগেতুমি ছাড়া শূণ্য লাগেকাঁপে কাঁপে……. কি যে ছাই চিন্তাকি যে ছাই চিন্তাকি ছাই চিন্তা ওহে কান্তা পোড়ে প্রাণটাদুঃখ জাগেতুমি ছাড়া শূণ্য লাগেকাঁপে কাঁপে…….. কপালটা মন্দকপালটা মন্দকপাল মন্দ লাগে ধন্দ কাটে ছন্দবিরহ রাগেতুমি ছাড়া শূণ্য লাগেকাঁপে কাঁপে……. শিরে সংক্রান্তিশিরে […]
আধো-আলো-আঁধারের কোন এক নগরের
আধো-আলো-আঁধারের কোন এক নগরেরমেস ঘরে থাকি চারজনট্রাম লরি টেম্পোরা শব্দের আলপনাদিয়ে ঘিরে রাখে সারাখ’নরাত কিবা কিবা দিন ঘেমো ঘরে আলোহীনভৌতিক কেরাণীরা রইআবছায়ে নড়িচড়ি থুতনিতে রুখু দাড়িএই কোলাহলে নিরজন অজানা ইথার শরীর শুধুই দেওয়াল জুড়েকাটে সারাদিন সময়ের কঠিন করাতনিশাচর ইঁদুরেরা ছিঁড়ে চলে দিনভরা রোদহীন ছায়ার বনাততবু সব শনিবারে তারা সব আসে ফিরেছাতে উঠে যায় চারজনটিভির অ্যান্টেনা […]
চৈত্রের কাফন
যে গেছে বনমাঝে চৈত্র বিকেলেযে গেছে ছায়াপ্রাণ বনবীথিতলেবন জানে অভিমানে গেছে সে অবহেলেযে গেছে অশ্রুময় বন-অন্তরালে আকাশে কেঁপেছে বাঁশিসুরআঁচলে উড়েছে ময়ূরচলে যাই বলেছিলে চলে যাইমহুল তরুর বাহু ছুঁয়েযে গেছে অশ্রুময় বন-অন্তরালে সে বুঝি শুয়ে আছে চৈত্রেরহলুদ বিকেলযেখানে চূর্ণ ফুল ঝরে তার আঁচলেযেখানে চূর্ণফুল ঝরে তারকাফনে শিরোনামঃ চৈত্রের কাফনকথাঃ রঞ্জন ঘোষালসুরঃ প্রদীপ চট্টোপাধ্যায়কন্ঠঃ তপেশ বন্দোপাধ্যায় (ভানু), […]