It is during our darkest moments that we must focus to see the light

— Aristotle

কেন ডুবলি না মন গুরুর চরণে

কেন ডুবলি না মন গুরুর চরণে – লালন গীতি

কেন ডুবলি না মন গুরুর চরণে
এসে কাল শমন বাঁধবে কোন দিনে।।

আমার পুত্র আমার দারা
সঙ্গে কেউ যাবেনা তারা যেতে শ্মশানে।
আসতে একা যেতে একা তা কি ভাবিসনে।।
নিদ্রাবশে নিশি গেলো
মিছে কাজে দিন ফুরালো চেয়ে দেখলি নে।
এবার গেলে আর হবেনা পড়বি কুক্ষণে।।

এখনও তো আছে সময়
সাধলে কিছু ফল পাওয়া যায় যদি লয় মনে
সিরাজ সাঁই বলেরে লালন ভ্রমে ভুলিসনে।।

লালনগীতি, আদি লালন।

কেন ডুবলি না মন গুরুর চরণে – লালন গীতি

keno dhublina mon gurur chorone lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave A Comment