Life is 10% what happens to us and 90% how we react to it.

— Charles R. Swindoll

এই সুরে বহুদূরে

এই সুরে বহুদূরে চলে যাবো, চলে যাবো-
পথ দেখাবো পথ দেখাবো
আসলে এসো না এই নতুনপুরে
আর ভাবনা নেই
আপনাতেই সুর ঝরাবো সুর ঝরাবো
সব ঝরাবো সব ঝরাবো
সবকিছু যা আছে পুরোনোতেই।

ফিরবো না পিছনে
আর অন্ধকারে
শব্দবিহীন শব্দের এই আঁধারে।

আর দেরি নয় দেরি নয়।
মন চলে মন চলে
ছাউনিতলে ছাউনিতলে
যেখানে পাবো ভোরের স্বপ্নজয়।

১. “এই সুরে বহুদূরে” মহীনের ঘোড়াগুলি

লেখক: তাপস দাস

কন্ঠ: তাপস দাস, তপেশ বন্দ্যোপাধ্যায়

ei sure bohudure lyrics by moheener ghoraguli

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply